বিনোদন ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। করোনার কারণে আগামী ২০ জানুয়ারি তিনি ভার্চুয়াল শপথ গ্রহণ করবেন। বর্তমানে চলছে তারই জোর প্রস্তুতি।
বাইডেনের ওই শপথ অনুষ্ঠান মাতাতে ভার্সুয়ালি হাজির থাকবেন তুমুল জনপ্রিয় দুই মার্কিন পপ তারকা লেডি গাগা ও জেনিফার লোপেজ। সেখানে লেডি গাগার কণ্ঠে শোনা যাবে আমেরিকার জাতীয় সংগীত। লোপেজ গাইবেন তার জনপ্রিয় কয়েকটি গান।
শপথগ্রহণ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা টম হ্যাঙ্কস। ‘আমেরিকা ইউনাইটেড’ থিমের অধীনে পাঁচদিন ধরে চলবে অনুষ্ঠানটির সম্প্রচার। পাশাপাশি ‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার হবে।
আগামী ২০ জানুয়ারি ইতিহাসকে সাক্ষী রেখে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ভাইস-প্রেসিডেন্ট পদে শপথ নেবেন কমলা হ্যারিসও।
সব মিলিয়ে জমজমাট হতে চলেছে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে সাধারণ মানুষকে ভিড় না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। করোনা সংক্রামণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধও করা হয়েছে। সূত্র:ঢাকা টাইমস।
ভয়েস/জেইউ।
Leave a Reply