নেছার আহমদ:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেছেন, ক্রীড়াকে সামনে রেখে ট্যুরিজমকে এগিয়ে নেয়ার একটি বিষয় রয়েছে। বিশ্বের দ্বীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতকে আরো বেশি পরিচিত করতে এখানে শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নানা সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মানের ক্রীকেট স্টেডিয়ামের পাশাপাশি নতুন করে ফুটবল স্টেডিয়াম, আউটার স্টেডিয়াম নির্মান করার উদ্যোগ নেয়া হয়েছে। পুরাতন স্টেডিয়ামকেউ সংস্কার করা হচ্ছে। নানা ধরনের ক্রীড়ার পাশাপাশি ট্যুরিজমকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা নেয়া হয়েছে। যা দ্রæত বাস্তবায়ন হবে। এবারের জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ গেম এর মাধ্যমে জাপানে অলিম্পিক গেমস এ আরো ভালো করতে পারবে আমাদের আর্চাররা।
মঙ্গলবার বিকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের প্রতিযোগিতার নামকরণ হয়েছে বঙ্গবন্ধু ১২তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ।
এসময় বক্তব্য রাখেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
এবারের প্রতিযোগিতায় ৪০টি দলের মোট ১৪৮ জন আর্চার এবার অংশ নিচ্ছে। রিকার্ভে ৬৮ জন পুরুষ ও ৩০ জন মহিলা এবং কম্পাউন্ডে ৩০ জন পুরুষ ও ২০ জন মহিলা অংশগ্রহন করছে। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে রিকার্ভ ও কম্পাউন্ডে মোট ১০টি ইভেন্টে পদকের লড়াই চলছে।
এর পুর্বে সোমবার কক্সবাজারে পৌছে বিকালে প্রেকটিস করে আর্চাররা। মঙ্গলবার সকাল ৮টা থেকে প্রেকটিস করলেও ১০টা থেকে প্রতিযোগিতা শুরু হয়।
ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল জানান, করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক শুরুর কথা এ বছরের জুলাইয়ে। সেখানেও ‘উইন্ডি কন্ডিশনে’ খেলতে হবে আর্চারদের। সে কথা মাথায় রেখে প্রবল বাতাসে আর্চারদের পরীক্ষায় ফেলতেই কক্সবাজারে এবারের প্রতিযোগিতা হচ্ছে।
তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছর মার্চ মাস থেকে খেলাধুলা বন্ধ হয়ে যায়। টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে চলা রোমান সানা-ইতি খাতুনদের স্থায়ী ক্যাম্পও বন্ধ করে দেয় ফেডারেশন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ক’দিন আগে লিগ দিয়ে আর্চারি মাঠে ফিরেছে।
ভয়েস/আআ
Leave a Reply