বার্তা পরিবেশক:
কুতুবদিয়ার লেমশীখালীতে চলতি বছরের ২৬ জুলাই শালিসী বৈঠকে এরশাদ নামে একজন অস্ত্র প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে হুমকি দেয়।
সেই ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর চেহারা এডিট করে টেকনাফের রঙ্গীখালী এলাকার মোহাম্মদ গিয়াস উদ্দিনের ছবি লাগিয়ে দেয় একটি চক্র। নানাভাবে গিয়াস উদ্দিনকে হয়রানী ও মানহানির চেষ্টা করে চক্রটি। এমন কি এসব এডিট করা ছবি দিয়ে পোস্টার করে এলাকায় প্রচার চালাচ্ছে এসব দুর্বৃত্তরা।
ভুক্তভোগী গিয়াস উদ্দিন জানান, রঙ্গীখালির আব্দুল আলী, দুদু মিয়া, সলিম উল্লাহ, মোহাম্মদ জাকের ও আক্তার হোসেন কালু প্রকাশ ইয়াবা কালু এসব অপপ্রচার করে যাচ্ছেন।
এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ভুক্তভোগী মোহাম্মদ গিয়াস উদ্দিন।
ভয়েস/আআ
Leave a Reply